আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৪৭ ইং, স্কুল কোডঃ ৭৭৩১, , EIIN:112195

গ্রামঃ বারইগাও, পোষ্টঃ আহাম্মদাবাদ-২২২১, উপজেলাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ

মোবাইলঃ 01718472720, ইমেইলঃ s112195ahammadabadhighschool@gmail.com

ঐতিহ্যবাহি আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় এর পরিচিতি

আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় ০৪/০৪/১৯৪৭ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলার ০৪ নং কানিহারী ইউনিয়নের অন্তর্গত বারইগাঁও গ্রামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ত্রিশাল উপজেলা থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে আহাম্মদাবাদ রেলওয়ে স্টেশনের অদুরে বহ্মপুত্র নদের ২ কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ শহর হতে ২০ কিলোমিটার দক্ষিণদিকে কেবিআই রোড হতে ১ কিলোমিটার পশ্চিমদিকে আহাম্মদাবাদ বাজার ও ০৪ নং কানিহারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মনোরম পরিবেশে আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত।
অত্র বিদ্যালয়টি ত্রিশাল উপজেলায় সুনামের সাথে পাঠদান ও কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষক এমপিও ভুক্ত ১৬ জন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১ জন, কর্মচারী ০৩ জন ও খন্ডকালিন শিক্ষক ০৩ জনকে নিয়ে অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে। প্রতি বছর জেএসসি ও এসএসসি পরিক্ষায় মেধাবৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র এলাকার সর্বসাধারনের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি সমানের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শিক্ষকমন্ডলী

বর্তমান শিক্ষার্থীর উপস্থিতি/অনুপস্থিতির তথ্যঃ

গত ৩০ দিনের শিক্ষার্থীর উপস্থিতি/অনুপস্থিতির তথ্য নিম্নরুপ :-

প্রধান শিক্ষকের বাণী

মোঃ আছাদুল হক

প্রধান শিক্ষক
আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়

আসসালামু আলাইকুম,
সম্মানিত অভিভাবকগন, আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের
শিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা। যুগান্তরের ঐতিহ্যবাহী আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় প্রায় শতবর্ষ সময় ধরে এই
জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে।

সভাপতির বানী

মোঃ মঞ্জরুল ওয়াহেদ নিক্সন
সভাপতি
আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়

আসসালামু আলাইকুম,
সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা। যুগান্তরের ঐতিহ্যবাহী আহাম্মদাবাদ উচ্চ বিদ্দ্যালয় দীর্ঘ সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে।

শিক্ষা বর্ষপঞ্জি

প্রয়োজনীয় ওয়েবসাইট

Scroll to Top